-জহির সাদিক
মাঝেমাঝে বোলো ভালোবাসি
ইচ্ছেই হোক, আর অনিচ্ছেই হোক
বেলায় হোক, আর অবেলায় হোক
বোলো ভালোবাসি
এমনকি খুনসুটি করে হলেও বোলো ভালোবাসি।।
মাঝেমাঝে লোডশেডিং হোক
ঝুপ্ করে সন্ধ্যা নামুক
পুরো শহর জুড়ে আঁধার নেমে আসুক
কোন সমস্যা নেই
জোনাকির মায়াবী আলোয় তোমাকে খুঁজবো
হাত বাড়িয়ে তোমাকে ছুঁবো
তুমি শুধু সাহস করে বোলো ভালোবাসি।।
চাঁদনি রাতে কনকনে শীতের আমেজে
খোলা আকাশের নীচে
জবুথবু বেশে বোলো ভালোবাসি
তারপর একটুখানি উষ্ণতার খোঁজে
একটুখানি ওম নিতে
হুট করে জড়িয়ে ধরে বোলো ভালোবাসি।।
তুচ্ছ ব্যাপারে আমাদের হবে কথা কাটাকাটি
মতের অমিল হলে একটুখানি আড়ি
মাঝেমধ্যে চলে যাবে বাপের বাড়ি
তখন অভিমান করে হলেও বোলো ভালোবাসি
আর মাঘের হাড়কাঁপানো শীতে
শেষ রাত্রিতে হঠাৎ লেপ ধরে টানাটানি
তাতে কোন সমস্যা নেই
তোমার জন্য পুরোটা লেপ ছাড়তে রাজি
বিনিময়ে তুমি শুধু বোলো ভালোবাসি।।
ভালোবাসা হলো স্বপ্নের মতো
কাছে না থাকলেও
সারাটা জীবন কাছে থাকার প্রতিশ্রুতি
আর এজন্যই
তুমি শুধু মাঝেমাঝে বোলো ভালোবাসি ভালোবাসি।।

